কোডিজেন প্রোগ্রামিং ফাউন্ডেশন কোর্সে ভর্তির প্রক্রিয়া

  • কুইজের মাধ্যমে স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীরা নিম্নোক্ত তথ্য জমাদান পুর্বক আমাদের অফিসে এসে ভর্তি নিশ্চিত করতে পারবে

    • প্রাপ্ত স্কলারশিপ কনফার্মেশনের(WhatsApp ম্যাসেজের) স্ক্রিনশট। 
    • ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
    • স্কুল আইডি কার্ডের ফটোকপি।
    • পূর্ববর্তি শ্রেণির বার্ষিক পরীক্ষার রিপোর্টকার্ডের ফটোকপি।
    • জন্মনিবন্ধনের ফটোকপি।
    • অভিবাবকের এন-আই-ডি কার্ডের ফটোকপি।
    • ভর্তি ফি বাবদ ১০০৳ এবং এক মাসের অগ্রীম ফি ১০০৳ সহ মোট ২০০৳ পরিশোধ বাবদ ভর্তি নিশ্চিত করতে হবে।
  • স্কলারশিপ ব্যাতিত ভর্তির প্রক্রিয়া

    • ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
    • স্কুল আইডি কার্ডের ফটোকপি।
    • পুর্বপর্তি শ্রেণির বার্ষিক পরীক্ষার রিপোর্টকার্ডের ফটোকপি।
    • জন্মনিবন্ধনের ফটোকপি।
    • অভিবাবকের এন-আই-ডি কার্ডের ফটোকপি।
    • ভর্তি ফি বাবদ ৫০০৳ এবং এক মাসের অগ্রীম ফি বাবদ ১০০০৳ পরিশোধ করে ভর্তি নিশ্চিত করতে হবে।

ঠিকানাঃ
কোডেক বিডি
রেড ক্রিসেন্ট ভবন (২য় তলা), প্রেসক্লাব রোড, হবিগঞ্জ।
মোবাইলঃ +8801328285533
ইমেইলঃ codechbd@gmail.com
ওয়েবসাইটঃ https://codechbd.com