আপনি কি আপনার সন্তানের বিকাশ নিয়ে চিন্তিত?
আপনি যদি একজন সচেতন অভিবাবক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি চিন্তিত।
এই টেকনোলজির যুগে যখন প্রায় বাধ্য হয়েই আপনার সন্তানকে টেকনোলজির সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, তখন সন্তানের মানষিক বিকাশকে ট্রেন্ডিং এর জোয়ারে ভাসিয়ে দিচ্ছেন না তো?
আপনি কি জানেন, সন্তানের উজ্জ্বল ভবিষ্যত গড়তে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তিনটি স্কিল ডেভেলপ করা প্রোয়জন:
#কমিউনকেশন স্কিল,
#প্রব্লেম সলভিং স্কিল &
#আইটি/কোডিং স্কিল।
এই তিনটি স্কিল কারো মধ্যে থাকলে পৃথিবী জয় করা খুবই সহজ।
প্রথম দুটি স্কিল স্কুলে কম-বেশি শেখানো হয়। তবে শেষের স্কিলটি শেখানোর জন্য অনেক স্কুলেই তেমন সুযোগ সুবিধা থাকে না।
বাচ্চাদের কথা ভেবে MIT বিশ্ববিদ্যালয় স্ক্র্যাচ ভিজ্যুয়াল প্রোগ্রামিং ডেভেলপ করেছে যার মাধ্যমে বাচ্চারা খেলতে খেলতে প্রোগ্রামিং শিখে একটা গেমই তৈরী করে ফেলতে পারে।