রেড ক্রিসেন্ট ভবন (২য় তলা), প্রেসক্লাব রোড, হবিগঞ্জ।  মোবাইলঃ+৮৮০১৩২৮২৮৫৫৩৩

মেধা অন্বেষণ

কোডিং শিখো, ল্যাপটপ জিতো।

  • প্রত্যেক বিদ্যালয়ের ৮ম, ৯ম ও ১০ম প্রতি শ্রেণী হতে ৫ জন (কুইজ প্রতিযোগীতার মাধ্যমে নির্বাচিত) শিক্ষার্থীদের ৯০% স্কলারশীপে কোডিং শেখানো হবে।

  • থাকছে বছর শেষে চূড়ান্ত মুল্যায়ন পরীক্ষার মাধ্যমে ল্যাপটপ জেতার সুযোগ।

  • আর প্রতি মাসে মুল্যায়ন এবং আকর্ষনীয় পুরস্কার তো থাকছেই।

  • তাই দেরি না করে  আজই ফ্রি রেজিস্ট্রেশন করে ফেলো।

কুইজে অংশগ্রহনের পদ্ধতি

  • অংশগ্রহণকারীকে অবশ্যই হবিগঞ্জ সদর উপজেলার যেকোনো মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ শিক্ষাবর্ষে ৮ম, ৯ম অথবা ১০ম শ্রেণীর শিক্ষার্থী হতে হবে।

  • রেজিস্ট্রেশন করতে নিচের “রেজিস্ট্রেশন লিঙ্ক” এ ক্লিক করে সঠিক তথ্য দ্বারা সকল ঘর পূর্ণ করে “Submit” বাটনে ক্লিক করো।

  • রেজিস্ট্রেশন সম্পন্ন হবার পর শিক্ষার্থীর তথ্য যাচাই করে তাদের রেজিস্ট্রেশন নাম্বার ফর্মে প্রদত্ত WhatsApp নম্বরে ও ইমেইলের মাধ্যমে জানানো হবে। এই রেজিস্ট্রেশন নম্বর ব্যতিত কুইজে অংশগ্রহন করা যাবে না।

  • কোনো শিক্ষার্থীর প্রদত্ত তথ্য ভুল প্রমানিত হলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

  • ১৬/১২/২০২৩ ইং তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে ।

কুইজ

  • ২০/১২/২০২৩ ইং তারিখে অনলাইনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

  • পরীক্ষার সময় ও পরীক্ষার লিঙ্ক ১৯/১২/২০২৩ ইং তারিখ WhatsApp ও ইমেইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

  • কুইজে মোট ৫০ টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের মান ২।

  • বিজ্ঞান, গনিত, আইসিটি (৭ম শ্রেনীর পাঠ্যবই) এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয় হতে প্রশ্ন হবে।

বাছাই প্রক্রিয়া

  • কুইজে ন্যূনতম ৬০%  নম্বর প্রাপ্তদেরকে কৃতকার্য বলে বিবেচনা করা হবে।

  • প্রত্যেক স্কুলের, প্রতি শ্রেণির (৮ম, ৯ম ও ১০ম) সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে প্রথম ৫ জন, তথা প্রতি স্কুল থেকে তিনটি ক্লাস মিলে মোট সর্বাধিক ১৫ জনকে স্কলারশিপের আওতায় আনা হবে।

  • নির্বাচিত প্রার্থ্রীদের WhatsApp এবং মেইলের মাধ্যমে ফলাফল এবং ভর্তির পদ্ধতি বিস্তারিত জানিয়ে দেয়া হবে।

  • যারা স্কলারশিপের আওতায় নেই, কিন্তু কুইজে অংশগ্রহণ করেছে, তারাও চাইলে কোর্সটিতে ডিসকাউন্টেড মূল্যে ভর্তি হতে পারবে।

ভর্তি প্রক্রিয়া

  • স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীরা নিম্নোক্ত তথ্য জমাদান পুর্বক আমাদের অফিসে এসে ভর্তি নিশ্চিত করতে পারবে

    • প্রাপ্ত স্কলারশিপ মেইলের প্রিন্টেড কপি।
    • ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
    • স্কুল আইডি কার্ডের ফটোকপি।
    • পূর্ববর্তি শ্রেণির বার্ষিক পরীক্ষার রিপোর্টকার্ডের ফটোকপি।
    • জন্মনিবন্ধনের ফটোকপি।
    • অভিবাবকের এন-আই-ডি কার্ডের ফটোকপি।
    • ভর্তি ফি বাবদ ১০০৳ এবং এক মাসের অগ্রীম ফি ১০০৳ সহ মোট ২০০৳ পরিশোধ বাবদ ভর্তি নিশ্চিত করতে হবে।
  • স্কলারশিপ ব্যাতিত ভর্তির প্রক্রিয়া

    • ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
    • স্কুল আইডি কার্ডের ফটোকপি।
    • পুর্বপর্তি শ্রেণির বার্ষিক পরীক্ষার রিপোর্টকার্ডের ফটোকপি।
    • জন্মনিবন্ধনের ফটোকপি।
    • অভিবাবকের এন-আই-ডি কার্ডের ফটোকপি।
    • ভর্তি ফি বাবদ ৫০০৳ এবং এক মাসের অগ্রীম ফি বাবদ ১০০০৳ পরিশোধ করে ভর্তি নিশ্চিত করতে হবে।