প্রফেশনাল ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হয়ে উঠুন এক মাসেই

তথ্য প্রযুক্তির যুগে কন্টেন্ট একটি অত্যন্ত জরুরি বিষয়। তাই এই কন্টেন্ট এর জগতে ব্লগিং প্ল্যাটফর্ম তৈরী করে ব্লগিং ক্যারিয়ার গড়তে আজই জয়েন করুন আমাদের "ওয়ার্ডপ্রেস ফর ব্লগিং" কোর্সে।

১ মাস

শর্ট টাইমলাইন তথা মাত্র এক মাসে প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে

স্মার্ট ক্যারিয়ার

কোর্স শেষে নিজের ব্লগিং প্ল্যাটফর্ম তৈরী করুন

স্বল্প খরচ

বিশেষ ছাড়ে এখনই কোর্সটিতে এনরোল করুন

ওয়ার্ডপ্রেস ফর ব্লগিং

কোর্সটিতে আপনাকে শেখানো হবে কিভাবে আপনি একজন স্বাভাবিক সোশাল মিডিয়া স্ক্রলার থেকে একজন প্রফেশনাল ব্লগার হয়ে ওঠবেন।

কেন কোর্সটিতে এনরোল করবেন?

বর্তমান তথ্য প্রযুক্তির যুগে কন্টেন্টের চাহিদা অনেক। আর এই সময় একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ব্লগিং প্ল্যাটফর্ম তৈরী করে নেয়া হবে সময়ের সেরা সিদ্ধান্ত।

আপনি হয়তো ভাবছেন এই ভিডিও কন্টেন্টের যুগে ব্লগিং করে কি লাভ? তাহলে নিজেকেই প্রশ্ন করুন, ইউটিউবে কেনো ডেস্ক্রিপশন বক্স ফিচারটি রয়েছে? এখন তো ইউটিউবেও ছবি এবং লিখা পোস্ট করা যায়!! আবার ফেসবুকে কেনো শুধুমাত্র রিলকেই টার্গেট করা হলো না? কেনো আজও টুইটার, Quora টিকে আছে? বিল গেটস কেনো ব্লগ লেখেন? উত্তর গুলো নিজেকে নিজে দিতে না পারলে গুগল করুন। রেসাল্টে যা পাবেন সেগুলোও একেকটা ব্লগ। আশা করি ব্লগিং নিয়ে আর কনফিউশান থাকার কথা নয়। তাই আর দেরি কিসের?এক মাসের চ্যালেঞ্জ টা নাহয় আজ থেকেই শুরু হোক!

বিস্তারিত

নিচের ড্রপডাওন গুলো থেকে বিস্তারিত জেনে নিন।

  • ব্যাক্তিগত .com ডোমেইন(কোর্স ফি বহির্ভূত)
  • সম্পুর্ন ওয়ার্ডপ্রেস ব্লগ
  • মোবাইল রেসপন্সিভ ওয়েবসাইট
  • গুগল এডসেন্স
  • এফ্যিলিয়েট মার্কেটিং
  • নিজস্ব পন্য বিক্রয়
  • অন্যের জন্যে ব্লগ তৈরী করা
  • মার্কেটপ্লেসে ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করা
  • নিজের এজেন্সি তৈরী করা
  • ট্রেইনার হিসেবে ক্যারিয়ার গড়া

কোর্সটি এক মাসে ১২ টি ক্লাসের সমন্বয়ে গঠিত।

  • ১টি ওরিন্টেশন ক্লাস দিয়ে আরম্ভ এবং ১টি ফাইনাল টাচ + মূল্যায়ন দিয়ে কোর্সটি শেষ করা হবে।
  • পাঁচটি প্র‍্যাক্টিক্যাল ক্লাসের মাধ্যমে সম্পুর্ন একটি ব্লগ সাইট তৈরী করে দেখানো হবে।
  • পাঁচটি ক্লাস থাকবে যেখানে ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস, থিম, প্লাগিন, পোস্ট, এসইও নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

ভর্তির পদ্ধতি

ভর্তি নিশ্চিত করতে নিচের নম্বরে ২৫০০৳(অফলাইন কোর্স ফি = ২৫০০৳, অনলাইন কোর্স ফি = ১৫০০৳) বিকাশ করতে হবে। অত:পর নিচের “এনরোল করুন” বাটনে ক্লিক করে ফরমে বিকাশ পেমেন্টের ট্রান্সেকশন নম্বর সহ যাবতীয় প্রয়োজনীয় তথ্য সাবমিট করুন।

বিকাশে পেমেন্ট করতে নিচের পদ্ধতি অবলম্বন করুন।
  • বিকাশ অ্যাপ থেকে সেন্ড মানি’তে ট্যাপ করুন
  • 01756702946 নাম্বারটি টাইপ করুন
  • টাকার পরিমাণ 500 লিখে পরের ধাপে যান
  • বিস্তারিত এবং প্রাপকের নাম্বার যাচাই করে আপনার একাউন্টের পিন দিয়ে সেন্ড মানি সম্পন্ন করুন
  • ট্রান্সেকশন নম্বরটি সংরক্ষণ করুন
অথবা নিচের ফর্মটি ফিলাপ করুন